পঞ্চাশ বছরের গবেষণায় চারটি বাক্য উদ্ধার!
আরব বিশ্বের অত্যন্ত জনপ্রিয় ইসলামিক স্কলার, দা’ঈ ও সুবক্তা ড. শায়খ আইদ আল কারনি (হাফিযাহুল্লাহ) তার এক বক্তৃতায় বলেন, আমাকে যদি পঞ্চাশ বছরের অভিজ্ঞতালব্ধ উপদেশ করতে বলা হয় তাহলে আমি চারটি বাক্য বলব।
আরো পঞ্চাশ বছর পর যদি আবারো আমার কাছে উপদেশ চাওয়া হয় তাহলেও আমি এই চারটি বাক্যই বলব।
★ লা তাহযান
★ লা তাখাফ
★ লা তাগদাব
★ লা তাসখাত
ব্যাখ্যা :
★ লা তাহযান।
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। অতীত কে দাফন করে ফেলতে হবে চিরতরে। ডিলিট করে ফেলতে হবে মেমোরি থেকে।
★ লা তাখাফ।
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেননা। তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর।
তাওয়াক্কুল করে নিতে হবে আরো সুদৃঢ়, আরো মজবুত।
★ লা তাগযাব।
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে আপনাকে। কখনো রাগ করবেননা।
★ লা তাসখাত।
আল্লাহর কোনো ভাগ্য সংক্রান্ত ফয়সালাকে অবহেলা করবেন না কখনো। মাথা পেতে সন্তুষ্টচিত্তে মেনে নেয়ার মধ্যেই রয়েছে সফলতা।
-সংগৃহীত
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM