ধন্যবাদ নয় জাযাকাল্লাহ
কবিতা
[রুকন রাশনান লুবান]
ধন্যবাদ বললে, বুঝি, অভিমান তোমাতে চুমুক দিয়েছে,
আমাদের মধুর সম্পর্কে ধন্যবাদ মানায়?
ধন্যবাদ ত পোশাকি ভাষা, আমাদের সংযোগ পোশাকে আটকে নেই।
সৌজন্য আমরাও করি, প্রদর্শনীর কেতা ভালো লাগে না,
ধন্যবাদ বললে, আনুষ্ঠানিকতা হয়, জাযাকাল্লাহ হৃদয় থেকে উৎসারিত ভালোবাসা।
জাযাকাল্লাহ বললে, প্রাণে শাদ্বল জন্ম নেয়, বল দেখ! বল না!
তোমার সাথে যখন গল্প করি, গল্প করি হৃদয় দিয়ে, নাড়িভুঁড়ি দিয়ে, স্পন্দন দিয়ে, রক্ত দিয়ে,
সেখানে সাধুবাদ কিসিমের সংলাপ অসাধু লাগে।
যদিও মুহাব্বতের জাহাজে একলা সফর করা অমোঘ বাস্তবতা,
এক অশ্রু ছাড়া সাগরের জলও প্রেমকে সঙ্গ দেয় না।
ধন্যবাদ নয়, জাযাকাল্লাহর প্রার্থনায় তোমাকে অভিবাদন,
দুআর সমকক্ষ কোন প্রণয়ন ধরে না প্রকৃষ্ট গাছে।
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM