নবীজি দুর্ব্যবহারের জবাব ভালোবাসায় দিতেন
[রুকন রাশনান লুবান]
পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ মহানবী আলাইহিস সালাম। এটা চাপিয়ে দেওয়া কথা নয়, প্রমাণিত ও প্রতিষ্ঠিত।
মানুষ সম্মানিত হয় যেসব গুণাবলি, অবদানরাজি ও জ্ঞানসমূহের বদৌলতে, তার নিরিখে মুহাম্মদ আলাইহিস সালাম ইতিহাস ও ইতিহাসপূর্ব সময়ের সেরা সম্মানিত মানুষ।
মুহাম্মদ আলাইহিস সালাম এর মতো এতো অগুনতি গুণ, এমন ঝাঁপি ঝাঁপি অবদান ও অনিঃশেষ জ্ঞানের সমাবেশ আর কারো মাঝে হয় নি। এটা ইসলামি গবেষকগণ সপ্রমাণ লিখেছেন। অনৈসলামিক গবেষকরাও এ সত্যের শ্লাঘাসমেত স্বীকৃতি দিয়েছেন। এসব উজালা সত্য ইলমি জাহান জানে।
এই গুণাধার মানুষের সাথেও মানুষ খারাপ ব্যবহার করেছে। তাঁকে আলআমিন বলার সাথে সকল ভালো বিশেষণে অলংকৃত করেছে। আবার অশ্রাব্য ও অশুদ্ধ খারাপ কথাও তাঁকে নিয়ে বলেছে।
তাঁর মতো পুষ্পল মানুষকে কাদাটে আবর্জনায় মাখামাখি করেছে। চরম দুর্ব্যবহার করেছে। মানসিক আঘাত তো মুসালসাল করেছে।
মুষলধারে অপমান করেছে। এমনকি কখনোকখনো শারীরিক আঘাতও করেছে।
মুহাম্মদ মুস্তফা আলাইহিস সালাম এসব খুব সালামতির সাথে বরদাশত করেছেন। চোখ বুঝে, হাসি মুখে সব জুলুম সয়ে গেছেন।
সিজদায় গেলে মুহাম্মদ আলাইহিস সালামকে উটের নাড়িভুঁড়ি তুলে দিয়েছেন। এমন অসহনীয় বাজে ব্যবহার তারা করেছে।
মুহাম্মদ মুস্তফা সহ্য করেছেন। সবরে জমিল করেছেন। দুআ করেছেন। মুচকি হাসি বিনিময়ে উপহার দিয়েছেন। প্রতিশোধ দূরের কথা। রাগও করেন নি। দুর্ব্যবহারের মাত্রা ছাড়িয়ে ভালোবাসা বাড়িয়েছেন। এরকম নজির ইতিহাস কখনো দেখে নি। ইতিহাস কিছুটা বোবা হয়ে মুহাম্মদি কারগুজারি অবলোকন করেছে।
তিনি সীমাহীন বিয়াদবি ও গোস্তাখির পরো দুআ করে গেছেন। অনন্যোপায় হলে, আল্লাহর কাছে বিহিত চেয়েছেন। পৃথিবীর ইতিহাস এরকম সর্বাঙ্গ ক্ষমার কোন উপমা আর পায় নি। ইতিহাস নিজে মুহাম্মদি আদর্শে গৌরববোধ করে।
প্রিয় মুহাম্মদ আলাইহিস সালাম, আমরা কেন তোমার এই ক্ষমা ও দুর্ব্যবহার ভুলে যাওয়ার সুন্নত আদায় করতে পারি না? কেন?
ইলাহি, দুর্ব্যবহারের সহ্যগুণের সুন্নতে সুন্দর করুন! মানুষ যে, অসম্ভব অসঙ্গত চণ্ডালপনা করছে!
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM