একুশে ফেব্রুয়ারী
=====<>======
মাওলানা, অধ্যাপক, সৈয়দ সিরাজুল ইসলাম
অধ্যাপক, বাংলা সাহিত্য ও ইসলামী গবেষণা বিভাগ
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
এম.এম.বি.এ.অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়।
একুশে ফেব্রুয়ারী ভুলতে নাহি পারি,
রক্ত নদীর পারে করলে স্বাধীনতা জারী।
তোমার জন্যে পেলাম আমরা স্বাতৃভাষা,
মিটলো মনের আশা মিটলো প্রাণের তৃষা।
যাদের ত্যাগের পরে পেলাম মাতৃভাষা,
তারা মৃত্যুঞ্জয়ী চির শহীদ তারা।
রক্তে আমার ভায়ের এদেশ স্বাধীন হল,
আঁধার রাতের পরে সূর্য দেখা দিল।
সালাম বরকত রফীক শ্রেষ্ঠ ওরা প্রেমিক,
ওরাই শ্রেষ্ঠ সালার দেশের রত্ন-মানিক।
শহীদ মিনার পণ্ঢাজা নয়তো হেথ পূজা,
মৃত্যুর পরে পাবে জাহান্নামের সাজা।
শহীদের জন্যে আজ আর দেব না পুষ্পসাজ,
দুআ-দরুদ পড়াই মহান এক নেকীর কাজ।
মুসলিমেরা শোন আর মাবুদ নাই কোন
তওবা করে আজ ঈমান আন পুনঃ।
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM