আল্লামা শাহ হাজী মুহাম্মাদ ইউনুস রহ. জীবন কর্ম অবদান
আল্লামা শাহ হাজী মুহাম্মাদ ইউনুস রহ.
জীবন কর্ম অবদান
[রুকন রাশনান লুবান]
একটি বিশদ জীবনীগ্রন্থ। স্মারকগ্রন্থের শর্তও পূরণ করে। জীবনপথের দলিলপঞ্জি। জীবনীর জীবন্ত ইশতেহার। প্রায় ছয়শো পৃষ্ঠার আকর কিতাব। সম্ভবত হাজি ইউনুস (আলাইহির রহমত) এর কোষ গ্রন্থও।
হাজি ইউনুস ( ১৯০৬-১৯৯২ ) একটি নাম, একটি ঝংকৃত-অলংকৃত ইতিহাস। ঊনবিংশ শতকের বাংলার একটি বিষাণ। যে বিষাণ আরব-আজমকে ওহীর পয়গামে মৌতাত করেছিল।
তিনি জান্নাতি হওয়ার আড়াই দশক পরে এই জীবনপ্রবাহের শব্দরূপ কাগজকে গরীয়ান করল।
আমরা স্মরণীয়-বরণীয়দের বিস্মৃতি হতেও ক্রমশ বিলুপ্ত করে ফেলি। আমরা কতো কতো সূর্য-মানবকে মাটির তলে ঢুকিয়ে দিয়ে বেমালুম ভুলে যাই! বিপুলকায় কর্মযজ্ঞ ও অসামান্য কীর্তি আমরা মৃত্যুর সাথে-সাথে ভুলে বসি।
সত্য হল, এটা বদকিসমতি। বরেণ্যদের জীবন, জীবনী ও সঞ্জীবনী স্মৃতি, শ্রুতি ও শব্দে ধরে রাখতে হয়।
তবেই, তাঁদের অবদান ও কর্মতৎপরতা হতে প্রজন্ম উপকৃত হবে। আমরা বিরল মনীষা ও অত্যাশ্চর্য প্রতিভার সাথে অবমূল্যায়ন করে স্বস্তি পাই।
হাজি ইউনুস এদেশের জ্বলজ্বলন্ত এক নক্ষত্র। যাঁর আভাস্বান কিরণ এখনো বিকিরণ ছড়াচ্ছে। তাঁর সুকীর্তির বহুস্তরিক স্থাপত্য এখনো দেশময় ঔজ্জ্বল্যসহ দণ্ডায়মান।
তিনি এদেশীয় ইসলামি মাহফিলের ঝালরযুক্ত তাঁবু। যার ছায়ায় দেশ-জাতি ছয় দশক মায়াসহ আশ্রয় পেয়েছিল। একজন অসামান্য কর্মপাগল আজন্ম-সংগ্রামী মানুষ হাজি ইউনুস।
এই মহতী কর্ম-সংকলনের মূল্যবান সম্পাদনা করেছেন সুসাহিত্যিক, মুহতারম মুহাম্মাদ হাবীবুল্লাহ।
তাঁর জীবনে এই মহত্তর কাজ সৌভাগ্যের ফল্গুধারা বয়ে আনবে। ইনশাআল্লাহ। বইটির বিভিন্ন পরিশ্রমের সাথে যারা নিয়োজিত ছিলেন, সকলের জন্য আল্লাহ নেক আজর নসিব করুন! আমিন।
হাজি ইউনুস স্বনামে উজালা মনীষী, তাঁর প্রতিভাস আমাদের জন্য পাথেয় ও কুড়ানো মানিক হতে পারে।
স্মারকলিপিতে এই বৃহত্তম পরিচিত মানুষটির জীবন-লঘিষ্ঠ প্রায় সকলে স্মৃতিচারণ করেছেন। তাঁর সহচর ও শিষ্যদের আলাপচারিতায় স্মারকটি কল্লোলিত।
বইটি এদেশের ইসলামের সাথে সংশ্লিষ্ট সকলের পড়া উচিত। শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আন্দোলকের জীবনী পাঠ সবার জন্য কল্যাণকর।
তাঁর জীবনের আদ্যোপান্ত সুবোধ্য ভাষায় চিত্রিত হয়েছে। তাঁর কর্মের অজস্র বীথিকা বইতে ছায়াঘন সবুজের ঢেউ তুলেছে। সর্বোপরি তাঁর কালজয়ী কিছু অবদানের বিস্তারিত আলোচনা বইকে সার্বজনীনতা দিয়েছে।
যারা কওমি ঘরানার সাথে যুক্ত, তাদের জন্য বইটি সন্দেশ ও সন্দর্শন হবে। যারা হাজি ইউনুস সম্পর্কে আগ্রহী, তাদের জন্য বইটি নিয়ামত ও নিয়ামক। যারা হজরতকে চিনেন না, তাদের জন্য আবশ্যিক অবলম্বন। আর যারা হজরতের কর্মকাণ্ড ও জীবনেতিবৃত্তে সংযুক্ত, তাদের জন্য বইটি হৃদয়ের প্রশান্তি ও চোখের সুরমা।
এই কিতাব সমস্ত কওমি মাদ্রাসায় জৌলুশ ছড়ানোর আলোকমার্তণ্ড হবে ইনশাআল্লাহ্।
একখানা কপি সব লাইব্রেরিতে থাকলে, বইঘরের সুশ্রী বৃদ্ধি পাবে।
আল্লাহ সকলকে এই বইয়ের শিখা হতে প্রশিক্ষণ লাভের তাওফিক আতা’ করুন।
আমিন!
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM