রাশেদ খান মেননঃ বুড়ো খচ্চরের তাফালিং
রাশেদ খান মেননঃ বুড়ো খচ্চরের তাফালিং
Rukn Enam Luban
পঁচাত্তর বছর বয়সী এক বুড়ো খচ্চরের নাম। (জন্মঃ ১৮ মে, ১৯৪৩)
তাঁকে খচ্চর বলার জন্য আমি দুঃখিত নই। মেননের চরিত্রকে বুঝানোর জন্য এরচেয়ে যুতসই শব্দ আমার জানা নেই। অবশ্যই খচ্চর যদি মেননের সাথে তুলনা করার কারণে আহতবোধ করে, আমি খচ্চরের কাছে দুঃখ প্রকাশ করব। মেনন মধ্যপন্থি মুসলিম পরিবারের সন্তান। তাঁর পিতা বিচারপতি আব্দুল জব্বার খান পাকিস্তানের স্পিকার ছিলেন। রবুবিয়্যত দর্শনের প্রবক্তা মাওলানা ভাসানির সোহবত ও ছোঁয়া পেয়েছেন এই মেনন। সেই মেনন ইসলামপন্থী হননি, এটা হতেই পারে। অন্তত তথাকথিত প্রগতিশীল মুসলিম হলেও চলত। তিনি একেবারে বিপরীতে বেঁকে ইসলামবিরোধী কমরেড হয়ে গেলেন। সজ্জন বামপন্থী হলেও আপত্তি থাকত না। মুসলিম-বিরোধী নাস্তিক-ঘেঁষা হওয়ার কারণ যাই হোক, এরকম কুলাঙ্গারকে ভদ্র ভাষায় খচ্চর বলা হয়।
তাঁকে বাংলাদেশের একজন বামপন্থী সংশোধনবাদী ধারার রাজনৈতিক নেতা মনে করা হয়। আসলে মেনন বামপন্থার সাথে সংশয়ী ও মার্ক্সবাদী দর্শনের সাথে গোঁজামিল রাখা সুবিধাবাদী মানুষ। তিনি বিশুদ্ধ বাম নন, মার্ক্সবাদী তো নন-ই। পরিষ্কার সমাজতন্ত্রের প্রতি তাঁর অঙ্গিকার নেই। অভদ্র ভাষায় বললে, রাজনৈতিক বেশ্যাবৃত্তির সাথে জড়িত একজন কর্মী বা চাকর।
২০০৮ খ্রিস্টাব্দের নির্বাচনে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এই এমপি হওয়ার মো’জেজা তাঁর রাজনৈতিক ভিত্তি বা কৌশল নয়। বাংলাদেশ আওয়ামিলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা ও ব্যক্তিগত বদান্যতায় মেনন সংসদ সদস্য হয়েছেন। না হয়, এদেশে নব্বইয়ের পর বামপন্থীরা বউয়ের ভোট পায় না।
যদিও তাঁর রাজনৈতিক অতীত বাংলাদেশ আওয়ামিলীগের বিরোধিতায় কেটেছে। প্রধানমন্ত্রীর পঁচাত্তরের ঘাতকদের কাছে টানাকে অনেকে ভুল বললেও আমি এটাকে সঠিকই মনে করি। কারণ, এসব বিষবৃক্ষ ও বিষাক্ত সাপকে মনিটরিং এ রাখাই নিরাপদ। টানা তিনবার এমপি হলেন বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি মিস্টার মেনন। আওয়ামিলীগ সভানেত্রীর দয়ার হাত ওঠে গেলে মেনন কোন ধরনের নির্বাচনে সদস্যও নির্বাচিত হতে সক্ষম হবেন না। গ্রামের পঞ্চায়েত কমিটিতেও নয়। এই জনবিচ্ছিন্ন, অজনপ্রিয় ও বাংলাদেশের বৃহত্তর পরিসরে প্রত্যাখ্যাত মেননকে ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রী সভায় ডাক ও তার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক বাস্তবতা ও প্রধানমন্ত্রীর সৌজন্যের বদৌলতে তিনি মন্ত্রীত্বও ভোগ করেন আধা যুগ।
প্রধানমন্ত্রী হেফাজতের সাথে মিলমিশ করে রাষ্ট্রের অগ্রগতির পরিকল্পনা নেন। রাজনৈতিক দূরদর্শিতা ও ব্যক্তিগত আবেগের জায়গা হতে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নেন। এই পবিত্র পরিকল্পনা ইসলামের কট্টর দুশমনদের পছন্দ হয়নি। ইনিয়ে বিনিয়ে তারা হেফাজত ও সরকারের বোঝাপড়াকে অশালীন মন্তব্য দিয়ে আক্রমণ করতে শুরু করে। ইনু, মেনন ও নুর মন্ত্রী অবস্থায় অসত্য ও অসুস্থ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এবং অসুন্দর শব্দ প্রয়োগে নিষেধাজ্ঞা দেন।
মেনন আজ সংসদে যে বাঁদরামি করেছেন, তার কারণ একাধিক। মন্ত্রীত্ব খুইয়ে উন্মাদ হয়ে বলেছেন। বাইরের ইসলামবিদ্বেষীদের খুশি করেছেন। এবং আলোচনায় আসার ইস্যু তৈরি করেছেন। খুব সম্ভবত তিনি বড়ো ভুল করেছেন। হেফাজতের আমীর তো সাদা দিলের দরবেশ। ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। নাহয় মেনন আর কখনো এমপি হবেন না। লিখে রাখুন।
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মেনন সাহেব আর পাচ্ছেন না। সংসদে ও বাইরে জোরালো প্রতিবাদ হবে। আল্লাহ মাফ করুন, হেফাজত কর্মসূচি দিলে, মেননসহ অনেকেই নির্বাসিত হবেন। খচ্চরটি বুঝল না, হেফাজতের বিষয়ে বিয়াদবি করে মন্ত্রীত্ব হারিয়েছেন, এখন হেফাজত প্রধানের সাথে ধৃষ্টতা? সর্বস্ব হারাবেন। সংসদ নিজ দায়িত্বে এসব অরুচিকর বাখোয়াজি বাতিল করবে বলে আশাবাদী আমি।
মেননকে আমি কিছুটা পছন্দ করতাম। তাঁর ভালো লেখালেখি ও সুন্দর বক্তৃতার সৌজন্যে।
রাজনীতি : রাশেদ খান মেননের রাজনৈতিক কলাম (১৯৯৮);
রাজনীতির কথকতা (২০০০);
ব্রাত্যজন নয়, নায়কদের ইতিহাস ও অন্যান্য (২০০২);
দুর্নীতি দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতা (২০০২)।
এসব বই পড়লে আপনিও মুগ্ধ হবেন। অন্তত ইনুর মতো খাটাশ ছিলেন না মেনন। তাঁর পারিবারিক ঐতিহ্য গৌরবময়। তাঁর এক ভাইয়ের কবিতা আরেক ভাইয়ের লেখা আমার ভালো লাগে।
আল্লাহ তাঁকে হেদায়েত দান করুন। তিনি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাক। আল্লামা আহমদ শফির কাছে ভুল স্বীকার করে দু’আ নিক। না হয়? বাংলামোটর হতে মগবাজার পর্যন্ত সড়কের নাম আর তাঁর নামে থাকতে পারবে না। এই আন্দোলন শুরু হবে। শেষপর্যন্ত কী কী হয় আল্লাহ ভালো জানেন।
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM