দুঃখ-সুখের কথা
[রুকন রাশনান লুবান]
কেউ রাজা, কেউ প্রজা। কেউ শিক্ষিত, কেউ মূর্খ। কেউ ধনী, কেউ গরিব। আসলে সবাই এক। সবার সুখ ও দুখের অনুভূতি এক।
সকলে সুখী, কেউ সুখী না। সকলে দুঃখী, কেউ দুঃখী না। সকলে সমান। সকলে বিচার বিশ্লেষণে একই অসুখ ও শোকে নিয়োজিত।
রাজার সব আছে। মোটামুটি। বিদ্রোহ ও যুদ্ধের আতংক রাজার ঘুম কাড়ে। রাজার ছোটখাটো সমস্যা নেই হয়ত, বড়ো সমস্যা রাজাকে শান্তি দেয় না। ট্রাম্পকে দেখুন। তার সব আছে। ক্ষমতা বিত্ত বৈভব। সুখে নেই। ঘরেবাইরে শত্রু।
পরকীয়া ও আঁতাত নিয়ে বিপদআপদে আটকে আছে। ওবামাও একচ্ছত্র সুখে ছিল না। কাঁটাদার অসুখ তাকে তাড়া করেছে।
প্রজারা তো কর, মুদ্রাস্ফীতি ও নাগরিক অসুবিধায় সুখে নেই। নানান কষ্ট তাদের কষে আঘাত করে চলে। আবার পারিবারিক ও সামাজিক বিভিন্ন সুখ রাজা ও প্রজাদের আপ্লুত করে।
কখনো হাসে নি এরকম কয়েদিও নেই। খুশি হয় নি এরকম প্রতিবন্ধীও নেই।
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM