মুয়াত্তা মালেক, ২য় খন্ড হতে
পরিচ্ছেদঃ৫ নিরর্থক কসমের বিবরণ-
রেওয়ায়াতঃ৯
হিশাম ইবনে উরওয়াহ্ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, উম্মুল মু’মিনীন আ’য়েশাহ্ (রাঃ) বলতেনঃ কথায় কথায় লা ওয়াল্লহি (না, আল্লাহ্র কসম, হ্যাঁ আল্লাহ্র কসম) ধরনের কসম করা ইয়ামীনে লাগ্ব্ হবে (অর্থাৎ শরী’আতের দৃষ্টিতে তা কসম বলে ধর্তব্য হবে না।
মালিক (রহঃ) বলেনঃ ভবিষ্যতে কোন কাজ করা না করা সম্পর্কে কসম করা হলে তা পূর্ণ করা বাধ্যতামূলক, ——-যেমন কেউ বললঃ আল্লাহ্র কসম, এ কাপড়টি আমি দশ দীনারে বিক্রি করব না। কিন্তু পরে দশ দীনারে তা বিক্রি করে দিল বা কেউ বললঃ আল্লাহ্র কসম, এ ব্যক্তির গোলামকে আমি মারব, পরে মারল না ইত্যাদি। এ ধরনের কসমের কাফ্ফারা ওয়াজিব হয়। আর ইয়ামীনে লাগ্ব্-এর জন্য কাফ্ফারা নাই।
মালিক (রহঃ) বলেছেনঃ ইয়ামীনে গুমুস হল কাউকেও খুশী করার জন্য বা আপত্তি গ্রহন করার জন্য বা কারো ধন-সম্পত্তি আত্নসাৎ করার উদ্দেশ্যে জেনে-শুনে মিথ্যা কসম করা। এ ধরনের কসমের গুনাহ্ এত মারাত্নক যে, যার কাফ্ফারা হয় না।
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM