মুয়াত্তা মালেক, ২য় খন্ড
পরিচ্ছেদঃ৯ কসম সম্পর্কীয় বিবিধ নির্দেশাবলী-
রেওয়ায়াতঃ১৪
না’ফি (রহঃ) ইবনে উ’মার (রাঃ) হতে বর্ণনা করেন, উ’মার ইবনে খত্তাব (রাঃ) একবার আরোহী হয়ে যাচ্ছিলেন এবং পিতার নামে কসম খাচ্ছিলেন, এমন সময় রসূলুল্লহ স্বল্লাল্লহু আ’লাইহি ওয়াসাল্লামের সাথে তাঁর সাক্ষাৎ হয়। তিনি তখন বললেনঃ আল্লাহ্ তা’আলা পিতার নামে কসম করতে নিষেধ করেছেন। কেউ কসম করলে আল্লাহ্র নামে কর, আর তা না হলে চুপ থাক।
রেওয়ায়াতঃ১৫
মালিক (রহঃ) বলেনঃ তাঁর নিকট রেওয়ায়াত পৌঁছিয়েছে, রসূলুল্লহ স্বল্লাল্লহু আ’লাইহি ওয়াসাল্লাম বলতেনঃ লা ওয়া মুকাল্লিাবাল ক্বুলূব! এরূপ নয়, মনের গতি পরিবর্তনকারীর কসম।
রেওয়ায়অতঃ১৬
ইবনে শিহাব (রহঃ) জেনেছেন, আবূ লুবাবাহ ইবনে আ’ব্দুল্ল মুনজির (রাঃ)-এর তাওবাহ যখন আল্লাহ্ তা’আলা ক্ববূল করেন তখন তিনি রসূলুল্লহ স্বল্লাল্লহু আ’লাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরয করলেনঃ হে আল্লাহ্র রসূল! আমার আত্নীয়-স্বজনের সঙ্গে আমি যেখানে বাস করি, আমার যে বাড়িতে আমি গুনাহ্ করেছিলাম, যেখানে আমার এ গুনাহ হয়েছিল, তা ত্যাগ করে আপনার নিকট এসে থাকব কি? আর আল্লাহ্ ও তাঁর রসূলের জন্য এ বাড়িটি সদাক্বাহ করব কি? রসূলুল্লহ স্বল্লাল্লহু আ’লাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ধন-সম্পদের এক তৃতীয়াংশ সদাক্বাহ দিয়ে দিলেই যথেষ্ট হবে।
রেওয়ায়াতঃ১৭
উম্মুল মু’মিনীন আ’য়েশাহ (রাঃ)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। সে বলেছিলঃ আমার ধন-সম্পদ কা’বার দরজায় ওয়াক্ব্ফ করলাম, তবে এর কি হুকুম হবে? আ’য়েশাহ (রাঃ) বললেনঃ তাকে কসমের কাফ্ফারার মত কাফ্ফারা দিতে হবে।
মালিক (রহঃ) বলেন, যদি কেউ বলেঃ আমার ধন-সম্পদ আল্লাহ্র রাস্তায় সদাক্বাহ করে দিলাম। অতঃপর সে কসম ভেঙ্গে ফেলল; তবে তাকে সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ সদাক্বাহ করতে হবে। কেননা রসূলুল্লহ স্বল্লাল্লহু আ’লাইহি ওয়াসাল্লাম আবূ লুবাবাহ (রাঃ) সম্পর্কে এ হুকুমই দিয়েছিলেন।
নোটিশ: আপনি কি ব্লগ কিংবা ফেসবুকে ইসলাম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে আগ্রহী? তাহলে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কাছে।বিস্তারিত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। ধন্যবাদ Fb.com/MaqamaeIbrahim
Copyright©2017: IslaameraloII Design By:F.A.CREATIVE FIRM